সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপের চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকা মাঠপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল গফুর ও একই উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, পাবনা থেকে একটি পিকআপ সিরাজগঞ্জে আসার পথে ব্রহ্মকাপালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন