January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 17th, 2022, 9:02 pm

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন হুমায়ুন কবির (৪৫) পাবনার চাটমোহর উপজেলার সন্দভার গ্রামের গাজিউর রহমানের ছেলে।

মামলার বরাতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান জানান, ভুক্তভোগী শিশুটির বাবা সিএনজি অটোরিকশাচালক ভাড়া বাড়িতে থাকেন। ধর্ষক রিকশাচালক হুমায়ুন কবিরও পাশের বাড়িতে ভাড়া থাকার সুবাদে তার সন্তানর সঙ্গে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করতো।

ওসি বলেন, রবিবার সন্ধ্যায় শিশুটি বাড়িতে একা খেলা করছিল। হুমায়ুন কবির তাকে ভাত খাওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি বাড়ি ফিরে এসে বিষয়টি তার মাকে জানালে শিশুকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি