January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 13th, 2023, 8:13 pm

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৩৪

অনলাইন ডেস্ক :

সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর বিমান হামলায় ৩৪ বিদ্রোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার গত রাতের এ হামলায় আহত হয়েছেন আরও ৬০ জন। দেশটির রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিতের বরাত দিয়ে সোমবার (১৩ নভেম্বর) এ খবর জানিয়েছে রয়টার্স। তিনি বলেন, ইদলিবে অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে রাশিয়ার বিমানবাহিনী হামলা চালিয়েছে। এই গোষ্ঠীগুলো সিরিয়ার সরকারি সেনাদের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে। ভাদিম কুলিত দাবি করেন, এ নিয়ে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে সাত দফায় হামলা চালিয়েছে বিদ্রোহীরা।

তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সিরিয়ার ইদলিব ও আলোপ্পোর সরকারনিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরীয় সেনাবাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালানোর খবরও অস্বীকার করেছে তারা। তবে সিরিয়ার সরকার-বিরোধীরা বলছেন, ‘বিশ্বের মনোযোগ এখন গাজার সংঘাতের দিকে থাকায় সেই সুযোগ নিচ্ছে মস্কো ও দামেস্ক।’ এদিকে, সিরিয়ায় আসাদবিরোধীদের সর্বশেষ ঘাঁটি ইদলিব।

২০১৫ সাল থেকে এ শহরের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে। সিরিয়ার সেনাবহিনী ইদলিব ও আলেপ্পো প্রদেশে সংঘাতের জন্য বিদ্রোহীদের দায়ি করে আসছে। আসাদ বাহিনীর বিরুদ্ধেও এসব অঞ্চলে নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ রয়েছে। বিদ্রোহীদের দাবি, এ অঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষ বাশার আল-আসাদের কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকতে নারাজ। গাজা সংঘাত নিয়ে বিশ্ববাসীর ব্যস্ততার সুযোগে তাদের ওপর হামলা করছে সিরিয়া ও রাশিয়া।