January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 8:50 pm

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যাওয়ার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে কয়েকদফা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী এবং তাদের মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ব্যবহার করে আসছে। আল-তানফ শহরে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এক সপ্তাহ পর দেইর আয-যাওয়ার শহরের কাছে এই ঘাঁটিতে বিস্ফোরণে ঘটনা ঘটলো। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ ওয়েবসাইট সাবেরিন জানিয়েছে, গত (শনিবার) সন্ধ্যায় দেইর আয-যাওয়ার প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রের ভেতরে মার্কিন সামরিক ঘাঁটিতে চার দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায় নি তবে সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের কেউ হতাহত হয় নি বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত জুলাই মাসে এই ঘাঁটিতে আরো একদফা হামলা হয়েছিল। পার্সটুডে