জেলা প্রতিনিধি সিলেট :
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলামকে বদলি করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিলেটসহ ১৩টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। ঝিনাইদহের ডিসির দায়িত্বে থাকা মো. মজিবর রহমানকে বদলি করে সিলেটের ডিসি করা হয়েছে।
এম কাজী এমদাদুল ইসলাম ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ২১ ব্যাচের এই কর্মকর্তাকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সিলেট ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে আজ।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২