সিলেটের গোয়াইনঘাটে পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল সোনা টিলা এলাকায় যৌথ বাহিনীর টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তামাবিল সোনাটিলা এলাকার বিভিন্ন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পরে তামাবিল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ হওয়া ভারতীয় চিনি ১১ লাখ ৮১ হাজার ১০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম বলেন, ভারত থেকে চোরাই পথে চিনি আমাদানি করে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন বসতঘর থেকে মজুদ করা ২৫৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯
মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতার কর্মী-সমর্থকদের সড়ক অবরোধ
দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭