জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেটের সয়াবিন তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জেলার তেল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক জরুরী মতবিনিময় ও অবহিতকরণ সভা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৯ মে সোমবার বেলা সাড়ে এগারটায় সিলেটের প্রধান পাইকারী ও খুচরা বাজার কালীঘাট এলাকার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফখরুল ইসলাম, সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থ। ব্যবসায়ীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ্উদ্দিন আলী আহমদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সিলেট জেলার বিভিন্ন ব্রান্ডের তেলের ডিলার, ডিস্ট্রিবিউটর এবং ডিপো ইনচার্জরা। সভায় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের তেলের বাজারে একটি অস্থায়ী সংকট তৈরি হলেও সরকার নতুন করে দাম নির্ধারণ করে দেয়ায় এখন আর এ সংকট নেই। তিনি বলেন, কোম্পানিগুলো এখন পর্যাপ্ত পরিমানে তেল সরবরাহ করছে এবং সিলেটের ডিপোগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে। তিনি ব্যবসয়ীদেরকে আতঙ্কিত না হয়ে তেল অর্ডার করে তা খুচরা বাজারে সরবরাহ করার জন্য আহবান জানান। এসময় তিনি সিলেটের বিভিন্ন ব্রান্ডের তেলের ডিপোগুলোকে যথাসময়ে অর্ডার অনুসারে তেল সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি আরো বলেন, কোন ব্যবসায়ী যদি অধিক মুনাফার আশায় তেল মজুত করে রেখে থাকেন তারা যেন তা অবিলম্বে বাজারে বিক্রির ব্যবস্থা করেন অন্যথায় কারো বিরুদ্ধে তেল মজুতের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা যথাসময়ে অর্ডারকৃত তেল ডিপো থেকে সরবারাহ করা হয় না বলে দাবি করলে ডিপোগুলোর পক্ষ থেকে তেল সরবারাহে আর কোন ধরণের বিঘ্ন হবে না বলেও প্রতিশ্রুতি প্রধান করা হয়।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ চলতি সপ্তহের মধ্যেই ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করে ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভোক্তা অধিদপ্তরকে বিভিন্ন উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২