সিলেটের গোয়াইনঘাটে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অপর মোটরসাইকেলের একজন আহত হয়েছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের বিজিবি ক্যাম্প ও পুরাতন পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন (২০) গোয়াইনঘাট উপজেলার মজিবনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম শ্রাবণ বলেন, ‘ঘটনাটি হাইওয়েতে হওয়াতে আমরা হাইওয়ে পুলিশকে জানিয়েছি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আমরা ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’
তামাবিল হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আল আমিন মারা যান। পরে আহত অন্যজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
তবে তার নাম ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা যায়নি বলেও ওসি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও