সিলেটের ওসমানীনগরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) এবং তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ভার্ড চক্ষু হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার উপজেলার ইলাশপুর নামক স্থানের ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠান।
—-ইউএনবি

আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানকালে ব্যাপক প্রাণহানির জন্য ক্ষমা চাইবেন না শেখ হাসিনা
বাংলাদেশ-চীন সম্পর্ক কারও নির্দেশনায় নয়, কারও বিরুদ্ধেও নয়: চীনা রাষ্ট্রদূত
নভেম্বরে নতুন পোশাকে দেখা যাবে পুলিশকে