January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 8:12 pm

সিলেটে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর উপশহরস্থ বিএআরআই হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) এর পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউস সিলেটের ঊর্ধ্বতন বৈজ্ঞান কর্মকর্তা মুশফিক আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ সামসুল আলম বলেন, ভাসমান বেডে চাষের মাধ্যমে উৎপাদিত ফসল সম্পূর্ণ বিষক্রিয়ামুক্ত। এর মাধ্যমে স্থান, সময় ও অর্থের অপচয় রোধ হয়। তিনি ভাসমান বেডে সবজি ও মসলা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং চাষের ব্যাপারে নিজেদের পাশাপাশি অন্যকেও উৎসাহিত করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে ও সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট (বারি) সিলেট আয়োজিত কর্মশালায় সিলেটের ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।