February 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 14th, 2024, 7:07 pm

সিলেটে শিশু মুনতাহা হত্যা মামলার আসামীর মৃত্যু

সিলেট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহা হত্যা মামলার আসামীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে মুনতাহা হত্যা মামলার প্রধান আসামী কুতুবজান বিবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ফেসবুকে অনেকে পোস্ট করেছেন।

তবে মুনতাহা হত্যা মামলার আসামী মৃত্যুর বিষয়টি গুজব বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, কুতুবজান বিবি মুনতাহা হত্যা মামলার কোন আসামী নয়। তিনি হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী আলিফজান বিবির মা ও শামীমা বেগম মার্জিয়ার নানি। তিনি ৮৫ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারনে বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে মুনতাহা হত্যা মামলার অন্যতম আসামী কুতুবজান বিবি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। মৃত্যুর খবরটি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে অনেকে ফেসবুকে মন্তব্য করতে দেখা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদের সঙ্গে। তিনি বলেন, ‘আমি যতদুর জানি কুতুবজান বিবি মামলার কোনো আসামী নয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিজ চাউড়া উত্তর গ্রামের ভাইয়ের বাড়িতে মারা গেছেন। তিনি বয়স্ক মানুষ। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

একইভাবে কতুবজান বিবির স্বাভাবিক মৃত্যু হয়েছে উল্লেখ করে কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য বদরুল আলম সিলেট ভয়েসকে বলেন, কুতুবজান বিবি মামলা কোনো আসামী না। তিনি আসামী মার্জিয়ার নানি ও আলিফজান বিবির মা।আজ সকালে বার্ধক্যজনিতকারণে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
বদরুল বলেন, তার মৃত্যুর খবর থানাপুলিশকে অবগত করা হয়েছে। তিনি শিশু মুনতাহা হত্যা মামলার কোনো আসামী না হওয়ায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুনতাহা হত্যা মামলার আসামী কুতুবজান বিবির মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে কুতুবজান বিবি মামলার কোনো আসামী নয়। মূলত তিনি আলোচিত মুনতাহা হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী আলিফজান বিবির মা। তিনি ৮৫ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারনে আজ সকাল ১০টার দিকে তার আপন ছোট ভাই অলিউর রহমানের বাড়িতে ইন্তেকাল করেছেন।

তিনি বলেন, আলোচিত মুনতাহা হত্যা মামলার সকল গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানাহাজতে রয়েছেন।