January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 5th, 2022, 8:54 pm

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। ৫ জুন রবিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানায় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। এ উপলক্ষে সকাল সাড়ে নটায় কৃষি অনুষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশ নেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর প্রমুখ। শোভাযাত্রা শেষে কৃষি অনুষদের সামনে নিমের চারা লাগানো হয়। পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে বক্তব্য দিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ শারফ উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চলানা করেছেন সহযোগী প্রফেসর ড. অসীম সিকদার। এদিকে বিশ্ব পরিবেশ দিবসে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছ রোপন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ। সকাল থেকেই তারা বিভিন্ন হলের সামনে ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষরোপন করে। উল্লেখ্য এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিলো “ একটাই পৃথিবী। আসুন পৃথিবীর যত্ন নিই”