সিলেট জেলার সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের সালুটিকরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সালুটিকরের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী এম হাফিজুর রশীদ।
তারা সিলেট নগরীর দরগা মহল্লায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ওবায়দুল্লাহ ইসহাক ও ব্যবয়াসী এম হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সালুটিকরের মিত্রিমহল এলাকায় পৌছলে সেখানে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাঈদুর রহমান ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পুরো বিষয়টি তদারকি করছেন।
কে এম নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি কোন কারণে ওখানে দাঁড়ানো ছিল বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
—-ইউএনবি
আরও পড়ুন
প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ
পাবনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক; আগ্নেয়াস্ত্র জব্দ
কার্গো কমপ্লেক্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে…সচিব নাসরীন জাহান