অনলাইন ডেস্ক :
হাসপাতালে চিকিৎসাধীন আফজাল হোসেনকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিষয়টি বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা ও নির্মাতা অনন্ত হীরা। তিনি বলেন, ঠান্ডাজনিত কারণে অগ্রজ অভিনেতা আফজাল হোসেনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সট্রা কেয়ারের জন্য তাকে সিসিইউতে রাখা হয়েছিল। অনন্ত হীরা বলেন, বর্তমানে আফজাল হোসেন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
গত মঙ্গলবার রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। আমরা সব সময় খোঁজ-খবর রাখছি। খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবারও ফিরে আসবেন। জানা গেছে, আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর সোমবার রাতে হার্ট অ্যাটাক করেছিলেন। এরপর তাকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। বেশ কদিন ধরেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
আরও পড়ুন
সবাই এখন ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত…
বুয়েটের আবরারকে নিয়ে সিনেমার প্রিমিয়ার জাহাঙ্গীরনগরে
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ