January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 9th, 2023, 7:52 pm

‘সুড়ঙ্গ’ দেখতে এসে ‘প্রিয়তমা’র প্রশংসায় মাহি

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে রাজনীতি ও নিজের সদ্যোজাত সন্তান নিয়েই ব্যস্ত। আবার তিনি ফিরছেন সিনেমার উঠানে। শনিবার ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন ছিল। এখানে আমন্ত্রণ জানানো হয় গণমাধ্যমকর্মী ও নির্দিষ্ট ব্যক্তিদের। এখানে উপস্থিত হন নায়িকা মাহি। এই আয়োজনেই শাকিব খানের প্রিয়তমা সিনামের বন্দনা গাইলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী। ‘প্রিয়তমা’ সিনেমায় কী দারুণভাবে উপস্থাপন করা হয়েছে! সেটা অবাক হওয়ার মতোই। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনটিই করেছেন। এ ছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। আমি ‘ঈশ্বর’ শিরোনামের গানটি যে কতবার দেখেছি তার হিসাব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার। ‘অগ্নি’খ্যাত এই নায়িকা বলেন, “রাজনীতি ও মা হওয়ার কারণে অনেক দিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি।

অনেক দিন পর ‘সুড়ঙ্গ’ সিনেমা দেখতে এসে মনে হয়েছে এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরব।” সেখানে সন্তান জন্মের পর জীবন পাল্টে যাওয়ার কথাও জানালেন মাহি। বললেন, ‘বেবি আসার পর সব কিছু পাল্টে গেছে। আগে যেভাবে জীবন যাপন করতাম, বলা চলে সেটা ৫০ শতাংশই পরিবর্তন হয়েছে। তবে খুব ভালো লাগে। আগের লাইফটা আগের মতো উপভোগ করতাম, এখনকার লাইফ এখনকার মতো উপভোগ করি। রোজার ঈদ থেকেই আমার সন্তানদের সঙ্গে ঈদ শুরু হয়েছে। আমার অগ্রাধিকার অনেক কমে গেছে। এখন ওর জন্যই সব কিছু করা হয়’।

প্রসঙ্গত, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ছেড়ে দেওয়া আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাতে সায় দেয়নি দল।