অনলাইন ডেস্ক :
জাতিসংঘ সুদানে বিপর্যয়কর অনাহারের ঝুঁকি এড়াতে মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ দিতে দেশটির লড়াইরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সুদানে বিপর্যয়কর অনাহারের ঝুঁকি এড়াতে মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ দিতে দেশটির লড়াইরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এ প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ, টেকসই ও বাধাহীন প্রবেশ প্রয়োজন।
এছাড়া জাতিসংঘ শুক্রবার সুদানে ত্রাণ কার্যক্রমের জন্যে আরো আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে। সংস্থার মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, বিশ্ব সংস্থা চলতি বছরের ত্রাণের জন্যে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারের অনুরোধ জানিয়েছিল। কিন্তু এ পর্যন্ত পেয়েছে মাত্র পাঁচ শতাংশ।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩