January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 2:18 pm

সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-সুনামগঞ্জ সড়কে উপজেলার আলীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ওমরপুর গ্রামের অটোরিকশার চালক শুভ (২৫) ও রসুলপুর গ্রামের আমির হোসেন (৫৫)।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ জানান, রবিবার সকাল ৮টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকার ঢাকা-সুনামগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দু’জন ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এসআই জানান, ট্রাক্টরের চালককে আটকের জন্য অভিযান চলছে।

—ইউএনবি