সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাস খাদে পড়ে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দামোদরতপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু মিয়া দিরাই উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা।
শান্তিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ জিসান রহমান জানান, বেলা ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাস শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতা হতাহতদের উদ্ধার করে।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে তিনি জানান।
—ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও