January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 27th, 2023, 7:52 pm

সুন্দরবনে হরিণের মাংস-গুলিসহ এক ‘শিকারি’ আটক

খুলনার সুন্দরবনের নীলকমল অভয়ারণ্য এলাকা থেকে হরিণের মাংস, বন্দুকের গুলিসহ এক ‘শিকারি’কে আটক করেছে বন বিভাগ।

বুধবার সন্ধ্যায় একটি ট্রলারসহ হিরু আকন (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয় এবং বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়।

হিরু আকন বরগুনা জেলার তালতলা গ্রামের মালেক আকনের ছেলে।

এ সময় ট্রলার থেকে প্রায় ২০ কেজি হরিণের মাংস, একটি হরিণের চামড়া, বন্দুকের ১৯ রাউন্ড গুলি, লাইসেন্সের ফটোকপি, একটি চাপাতি, হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়।

সুন্দরবনের নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বুধবার বিকালে অভয়ারণ্য এলাকার পুটনীর দ্বীপে টহল দেয়ার সময় চরে হরিণ ধরার ফাঁদ দেখতে পাই। কিছু দূরে অবস্থান নিয়ে আমরা অপেক্ষা করি। কিছু সময় পর দেখা যায়, চার থেকে পাঁচ জন ব্যক্তি ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের একজনের হাতে বন্দুক এবং একজনের হাতে রাম দা।

বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন বনের ভেতরে, একজন ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্পিডবোড নিয়ে ট্রলারকে ধাওয়া করে হিরু আকনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে হিরু আকন জানিয়েছে, বন্দুকধারী ব্যক্তির নাম আবদুল মালেক। তার বাড়ি খুলনা নগরীর মুসলমানপাড়া এলাকায়, রামদা ধারী ব্যক্তির নাম মো. মামুন।

তাদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

—-