January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 22nd, 2022, 8:28 pm

সু চি’র দলের আইনপ্রণেতাসহ দু’জনের মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এক বিশিষ্ট আইনপ্রণেতা ফিউ জয়র থাউ এবং গণতন্ত্রপন্থি নেতা কিয়াউ মিন ইউ’কে মৃত্যুদন্ড দিয়েছেন জান্তা আদালত। আইনপ্রণেতা ফিও জয়র থাও-কে দেশটির সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সরকার। শনিবার (২২ জানুয়ারী) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।  দন্ডপ্রাপ্ত দু’জনের ছবি প্রকাশ করেছে জান্তা সরকার। দেশজুড়ে মিয়ানমার সামরিক সরকারের যে দমনপীড়ন চলছে তার সবশেষ কার্যক্রম এটি। মিয়নামার সরকার জানিয়েছে, গত বছরের নভেম্বরে ইয়াঙ্গুনের এক বাসা থেকে দুটি পিস্তল, বন্দুক ও গুলিসহ এনএলডির নেতা ও সংগীতশিল্পী ফিও জয়র থাউকে আটকের দাবি করে। ২০১৫ সালে সু চি’র এনএলডির দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ফিও জয়র। মিয়ানমারে ১৯৮৮ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনের সময় ভূমিকা রেখে আলোচনায় আসেন কিয়াউ মিন ইউ। তিনিও গত অক্টোবরের এক রাতে জান্তা বাহিনীর হাতে আটক হন।