অনলাইন ডেস্ক :
একজন হলেন ঘরমুখো। কাজের বাইরে ভালোবাসেন ঘরে থাকতে। আরেকজন হলো উড়নচন্ডী। সারাক্ষণ ঘুরাঘুরি, পার্টি নিয়ে থাকেন ব্যস্ত। এমন আলাদা স্বভাবের দু’জন মানুষ একত্রে থাকাটা খুবই কষ্টকর। এসব নিয়ে তাদের মধ্যে শুরু হয় তিক্ততা। আর সেই তিক্ততা থেকেই বিয়ের চার বছর পর আলাদা হয়ে যাচ্ছেন অভিনেতা সোফি টার্নার ও সঙ্গীতশিল্পী জো জোনাস দম্পতি। খবর টিএমজেডের। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন জো জোনাস। বিচ্ছেদের আবেদনের নথিতে বলা হয়েছে, তাদের এই সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থায় আর নেই।
জানা গেছে, বেশ কয়েকমাস আগেই এই তারকা দম্পতির সম্পর্কে ফাটল ধরেছে। এরপর তারা নিজেরাও চেষ্টা করেছেন তাদের এই সম্পর্ক টিকিয়ে রাখার। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন তাদের চার বছরের সম্পর্কের ইতি টানার। তবে নিজেরা আলাদা হলেও সন্তানদের যৌথ অভিভাবকত্বের জন্য আবেদন করেছেন তারা। বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি জোনাস বা সোফির কাছ থেকে। এই তারকা দম্পতির সংসারে রয়েছেন দুই কন্যা সন্তান। মা সোফি টার্নার পার্টিতে ব্যস্ত থাকায় শেষ কয়েকমাস ধরে ছোট কন্যাকে দেখাশোনা করছেন ঘরমুখো বাবা জো জোনাস।
২০১৬ সালে শুরু হয় এই তারকা দম্পতির প্রেম। পরের বছর বাগদান সারলেও ২০১৯ সালের পহেলা মে লাস ভেগাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ‘গেম অব থ্রোনস’ সিরিজ দিয়ে সমগ্র বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করে সোফি টার্নার। অন্যদিকে জো জোনাস সংগীতশিল্পী ও অভিনেতা। তিনি প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাই।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান