অনলাইন ডেস্ক :
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে সৌদি আরব ও ইরানের মধ্যে চুক্তি পরবর্তী আলোচনায় সমর্থন দেওয়াসহ বিস্তৃত বিষয় নিয়ে কথা বলেছেন। আলোচনার ফলের ওপর ভিত্তি করে রিয়াদ ও তেহরান ধারাবাহিকভাবে তাদের সম্পর্কের উন্নতি ঘটাবে, ফোনালাপে শি এমন আশাবাদ ব্যক্ত করেছেন বলে মঙ্গলবার (২৮ মার্চ) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে সম্প্রতি হওয়া এক আকস্মিক চুক্তিতে শি মধ্যস্থতা করেছিলেন। ফোনালাপে শি চীন-সৌদি আরব সম্পর্কের উন্নতি ও বিকাশের ধারাবাহিকতার ওপরও জোর দেন। নিজ নিজ দেশের মূল স্বার্থ জড়িত এমন বিষয়গুলোতে দুই দেশই একে অপরকে দৃঢ়ভাবে সহযোগিতা করবে, বলেছেন চীনের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চীন ও সৌদি আরব আরও অবদান রাখবে, শি সৌদি যুবরাজকে এমনটাই বলেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩