অনলাইন ডেস্ক :
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১১ আগস্ট থেকে পুনরায় শুরুর কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে আবারও স্থগিত করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ এ জেড মোরশেদ আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষা নেওয়ার সময়সূচি পরে জানানো হবে।
এর আগে মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, বুধবার জানা যাবে যে কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিরতা বাড়তে থাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন
আবদুল হামিদের দেশত্যাগ, তিন পুলিশ প্রত্যাহার-বরখাস্ত
ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে