অনলাইন ডেস্ক :
একটি স্প্যানিশ নৈশক্লাবে স্থানীয় সময় রোববার (১লা অক্টোবর) সকালে অগ্নিকান্ড হয়। এতে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো চারজন। শহরের টাউন হল অনুসারে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ার ওই ক্লাবে এখনো অনুসন্ধান ও উদ্ধার কাজ চলমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত জরুরি পরিষেবার এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকারীরা প্রথমে স্থানীয় সময় ভোর ৬টায় নৈশক্লাবে আগুন লাগার খবর পায়।
এরপর তারা ওই ভবনে প্রবেশের চেষ্টা শুরু করে। অবশেষে তারা সকাল ৮টার দিকে প্রবেশ করতে সক্ষম হয় এবং চারটি মৃতদেহ আবিষ্কার করে। এর প্রায় ৪০ মিনিট পর আরো দুটি মৃতদেহ পাওয়া যায়। এক ঘণ্টা পর অগ্নিকান্ডে নিহতের সংখ্যা বেড়ে সাত হয়েছে বলে মুরসিয়া টাউন হল নিশ্চিত করে। জরুরি পরিষেবা প্রকাশিত ছবি অনুসারে, আগুন লাগা নৈশক্লাবটির নাম ‘টিট্রে’, যা ‘ফন্ডা মিলাগ্রোস’ নামেও পরিচিত। ছবিতে পানির পাইপ দিয়ে স্প্রে করতে এবং ভবনের ছাঁদ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। টাউন হল বলেছে, ‘জরুরি পরিষেবাগুলো এখনো টিট্রে নৈশক্লাবে আগুন নেভানোর জন্য কঠোর পরিশ্রম করছে।’
এই দুর্ঘটনার জন্য তারা গভীরভাবে অনুতপ্ত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে। এদিকে আহত চারজনের সবাই ধোঁয়ায় শ্বাস নেওয়ায় অসুস্থতায় ভুগছেন। আহতদের মধ্যে ২২ ও ২৫ বছর বয়সী দুই নারী এবং বছর চল্লিশের দুই পুরুষ রয়েছেন। মরসিয়ার মেয়র হোসে বালেস্তা তিন দিনের শোক ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ৪০ জনেরও বেশি দমকলকর্মী এবং ১২টি জরুরি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সূত্র : এএফপি
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ৫৭০ রোগী
চেন্নাইয়ে বাংলাদেশ-বিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৫০০
সীমান্ত বন্ধ হলে বড় ক্ষতি ভারতের, ঝুঁকিতে লাখো মানুষের জীবিকা