January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 7:32 pm

স্বামীর পদবি নিজের নামে যুক্ত করলেন মাহি

অনলাইন ডেস্ক :

২০১২ সালে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়াকা মাহিয়া মাহি। সময়ের সঙ্গে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে পরিচিতি লাভ করেন এই নায়িকা। এবার নামে যুক্ত হলো ‘সরকার’ উপাধি। শনিবার নাম পরিবর্তন করে রেখেছেন ‘মাহিয়া সরকার মাহি’। গত বছরের শেষের দিকে রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। স্বামীর পদবি এবার নিজের নামে যুক্ত করলেন মাহি। তার ফেসবুকে এখন শোভা পাচ্ছে মাহিয়া সরকার মাহি। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সাথে তোলা তিনটি ছবিও পোস্ট করেন এই নায়িকা। ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ এ বিষয়ে মাহি বলেন, ‘নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবি যুক্ত করতে চাইছিলাম। অবশেষে সেটি হয়েছে। এজন্য শোকর করলাম।’ গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন। ওমরা করতেও গিয়েছিলেন তারা। এরপর একটি ফোনকল ফাঁস হওয়ার পর আরো বেশি পরিবারকেন্দ্রিক হয়েছেন এই নায়িকা। তার ঘনিষ্ঠজনের মতে, মাহি এখন সন্তানসম্ভবাও। তবে বিষয়টি এখনো স্বীকার করছেন না তিনি।