স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি ফাইল গায়েবের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ ) শাহ আলমকে প্রধান করে তিন সদস্য তদন্ত কমিটিতে একজন যুগ্মসচিব ও অরেকজন উপসচিবকে রাখা হয়েছে।
শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ( উন্নয়ন ) মো: শাহাদাৎ হোসাইন ইউএনবিকে এ তথ্য জানান
তিনি আরও বলেন, এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করা হয়েছে । পুলিশ ও গোয়েন্দা সংস্হাও তদস্ত করছে ।
—ইউএনবি
আরও পড়ুন
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি