বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
নির্মল উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং অসুস্থ হয়ে পড়লে ১২ জুন তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, ১৬ জুন তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
নির্মল রঞ্জন গুহ স্ত্রী ও দুই ছেলে ও অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল