অনলাইন ডেস্ক :
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে। তার বয়স হয়েছিল ২৫। ঘুরতে যাওয়ার সিদ্ধান্তই কাল হলো এ অভিনেত্রীর! এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
গাড়ির সেন্ট্রাল লক না খোলায় ভেতরেই আটকে যান ঈশ্বরী ও শুভম। পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। গত ১৫ সেপ্টেম্বর কাটাতে গোয়া গেছিলেন তারা। ছুটি কাটিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার মুখে পড়েন।
এদিকে এই জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী মাসেই বাগদান সারার পরিকল্পনা করছিলেন ঈশ্বরী ও শুভম। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে তারা।
বেশ কয়েকটি হিন্দি ও মরাঠি প্রজেক্টের কাজ শেষ করেছেন ঈশ্বরী। সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কথা ছিল তার।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত