রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আদালতে হাজির করা হয়।
আদালতে তাদের কারও পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সালমান ও আনিসুলকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর আগে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মইনুল হাসান বলেন, রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
৩৬৩ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও নাবিল গ্রুপের মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
কমলা গাউনে ঝড় তুললেন জয়া
সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন পারভীন মাহমুদ