হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন। এসময় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার চানভাঙায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), ওই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) এবং হবিগঞ্জ পৌরশহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক চুনারুঘাটের শ্রীকুটার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামান্না আক্তার মারা যান।
আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তানিম মিয়া ও সুফিয়া খাতুনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে নিজবা বেগম (৪০) হবিগঞ্জ সদর হাসপাতালে এবং বাকি তিনজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে কাভার্ডভ্যান- ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতের হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব