হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দুটি করা হয়।
মামলা দুটিতে হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম পুলিশ অ্যাসল্ট এবং এসআই ওয়াহেদ গাজী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শনিবার (১৯ আগস্ট) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালনকালে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ কমপক্ষে ১০ পুলিশ এবং ১৫০ জন বিএনপি নেতা-কর্মী আহত হন।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫