January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 15th, 2023, 8:19 pm

হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

অনলাইন ডেস্ক :

চলতি বছরে মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসর। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। আর এতেই হুমকির মুখে পড়ে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন। পরে ‘হাইব্রিড মডেলের’ এশিয়া আয়োজনের প্রস্তাব দেয় পাকিস্তান। তবে সেটা নিয়েও দেখা দেয় শঙ্কা। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বৃহস্পতিবার (১৫ জুন) নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসিসি জানায়, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং বাকি নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।’

হাইব্রিড পদ্ধতিতে এশিয়া কাপ আয়োজনের কথা জানালেও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি এসিসি। এশিয়া কাপের প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার ফোর পর্বে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।