January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 6th, 2024, 8:18 pm

‘হাউস অব দ্য ড্রাগন’ আসছে জুনে

অনলাইন ডেস্ক :

আলোচিত টিভি সিরিজ গেম অব থ্রোনসের স্পিন অফ সিরিজ হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে চলতি বছরের জুন মাসে। টারগারিয়ানের পরিবারের পূর্ব পুরুষদের গল্পে নির্মিত সিরিজটি এইচবিও মাক্সে দেখানো হবে। মরগান স্ট্যানলি টেকনোলজি, মিডিয়া ও টেলিকম কনফারেন্সে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্ট্রিমিং ও গেমিং বিভাগের প্রধান জে বি পেরেট এ তথ্য জানান। গেম অব থ্রোনসের লেখক জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে নির্মিত এই সিরিজে ২০০ বছর আগের কাহিনি তুলে আনা হবে।

সিরিজের দ্বিতীয় মৌসুমে ম্যাট স্পিথ, অলিভিয়া কুক, এমা ডরসিসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিরিজটি প্রযোজনার দায়িত্বে আছেন জর্জ আর আর মার্টিন ও রায়ান কোন্ডাল। উল্লেখ্য, ২০১১ সালে শুরু হয়ে গেম অব থ্রোনস চলে ২০১৯ সাল পর্যন্ত। টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে সিরিজের ইতি ঘটেছে। টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে আনতে হাউস অব দ্য ড্রাগন নির্মাণের ঘোষণা দেওয়া হয়। হাউস অব দ্য ড্রাগন সিরিজের প্রথম মৌসুম ২০২২ সালের ২১ আগস্ট মুক্তি পায়।