চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ১৯ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কাটিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ‘রবিবার বেলা ১১টায় উপজেলার কাটিরহাট এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় পথচারীসহ ১৯ জন আহত হন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর গাড়িটি খাগড়াছড়ির দিক থেকে এসে হঠাৎ ব্রেক ফেইল হলে সামনে থাকা ৩ থেকে ৪টি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় পথচারীরা অনেকে আহত হয়েছেন।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘সেনাবাহিনীর একটি দল আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেছেন।’
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও