অনলাইন ডেস্ক :
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে অভিষেক ম্যাচে বাজিমাত করেন মোস্তাফিজুর রহমান। শীর্ষ উইকেটশিকারির পুরস্কার পার্পল ক্যাপ জয়ের দৌড়ে এখন পর্যন্ত তিনিই এগিয়ে। বাংলাদেশের এই পেসারকে পরের ম্যাচে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ৫ এপ্রিল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে চেন্নাই। সাবেক ক্লাবের বিপক্ষে মোস্তাফিজের খেলতে না পারার কারণ, তিনি গত মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন।
জুনের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়েছেন তিনি। বিসিবি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, চেন্নাইয়ের চতুর্থ ম্যাচে খেলা হচ্ছে না মোস্তাফিজের। আগামী সপ্তাহে ভারতে ফিরবেন তিনি। আশা করা হচ্ছে, আগামী ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মোস্তাফিজ বল করবেন। তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল