January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 3rd, 2023, 8:26 pm

হার দিয়েই প্রাক-মৌসুম শেষ করলো রিয়াল

অনলাইন ডেস্ক :

জুভেন্টাসের কাছে বড় হারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি সফর শেষ করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার ফ্লোরিডায় ইটালিয়ান জায়ান্টরা ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্যালাকটিকোদের। জুভেন্টাস ক্যারিয়ারে প্রথম গোল করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটাকার টিমোথি উইয়াহ। গত মাসে ফরাসি ক্লাব লিলে থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন উইয়াহ। মার্কিন সতীর্থ ওয়েস্টন ম্যাককিনির পাস থেকে পোস্টের খুব কাছে থেকে ২০ মিনিটে উইয়াহর গোলে ২-০ ব্যবধানে লিড পায় ইতালি জায়ন্টরা। মাদ্রিদের বিপক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচটি দেখতে ওরলান্ডোর ৬৩,৫০৩টি টিকেটের সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল। গত মৌসুমের দ্বিতীয় ভাগে প্রিমিয়ার লিগের ক্লাব লিডসে ধারে কাটানো ম্যাককিনি মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন। লিডসে নিজেকে প্রমাণে ব্যর্থ ম্যাককিনি আবারো জুভেন্টাসে ফিরে এসেছেন।

শুরুর ওই গোলের ধাক্কা আর সামলে উঠতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ম্যাককিনির আরো একটি কার্লিং শট পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলে মোয়েস কিন গোল করতে ব্যর্থ হন। আরো একবার কাল রিয়াল মাদ্রিদের মূল একাদশে খেলতে নেমেছিলেন নতুন চুক্তিভুক্ত জুড বেলিংহাম। ম্যাচের আবহের সঙ্গে কাল তিনি কিছুটা ধীরে ম্যাচ শুরু করেন। ৩৮ মিনিটে টনি ক্রুসের দুর্দান্ত এক বল থেকে ভিনিসিয়াস জুনিয়র ঠান্ডা মাথায় জুভেন্টাস গোলরক্ষক ওজিচেচ সিজিসনিকে পরাস্ত করলে মাদ্রিদ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর অনেক চেষ্টা করেছে রিয়াল।

কিন্তু স্টপেজ টাইমে ডুসান ভøাহোভিচ জুভেন্টাসের হয়ে আরো একটি গোল করলে বড় জয় পায় তুরিনের জায়ান্টরা। আগামী ১২ আগস্ট অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে লা লিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে রিয়াল। তার আগে প্রাক-মৌসুমে এটি ছিল তাদের শেষ ম্যাচ। অন্যদিকে জুভেন্টাসও মৌসুম পূর্ববর্তী অনুশীলন ম্যাচ শেষ করে ইতালিতে ফিরে গিয়ে আগামী ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে সিরি-আ লিগ শুরুর প্রস্তুতি গ্রহণ করবে।