December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 9th, 2024, 9:20 pm

হাসপাতালে আগলে রাখছেন স্ত্রীকে, কাঞ্চনকে খোলা চিঠি শ্রীময়ীর

নিজস্ব প্রতিবেদক

সদ্য বাবা-মা হয়েছেন টলিউডের তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দীপাবলির পরের দিন, অর্থাৎ গত ১ নভেম্বর জন্ম হয়েছে এই জুটির প্রথম কন্যা সন্তানের।

পরিবারে ছোট্ট অতিথির আগমনে স্বাভাবিকভাবেই মল্লিক ও চট্টরাজ পরিবারে খুশির পরিবেশ। নতুন বাবা-মা ছিলেন দারুণ খুশি। একমাত্র মেয়ের নাম রেখেছেন কৃষভি, যা কৃষ্ণের নাম।

সকলেই অপেক্ষায় ছিলেন, কবে একরত্তির দেখতে পাবেন। অবশেষে বুধবার মেয়ের ঝলক সামনে আনেন কাঞ্চনপত্নী। এরপরই স্বামীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন তিনি।

হাসপাতালের কেবিনে শুয়ে আছেন শ্রীময়ী। তাকে চা খাইয়ে দিচ্ছেন কাঞ্চন। নেটমাধ্যমে এমনই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

প্রেগন্যান্সির সময়কাল এবং সন্তান যত্নের পরে স্বামীর যত্নে আপ্লুত মিসেস মল্লিক। কাঞ্চনকে ফের প্রেমের ইস্তাহার দিলেন তিনি, লিখলেন খোলা চিঠি।

শ্রীময়ী লিখেছেন, ‘যে মানুষটি আমার ভালো-মন্দ সব পরিস্থিতিতে পাশে থেকে সবচেয়ে ভালো বন্ধু ছিল, যে মানুষটি আমার গর্ভাবস্থার প্রথম দিন থেকে যত্ন নিয়েছে, আমার সমস্ত খাবারের ইচ্ছে মিটিয়েছে, হাসিমুখে আমার মেজাজের পরিবর্তনকে মেনে নিয়েছে, আমাকে আদর করে জড়িয়ে ধরে আছে, এখনও আমার মেয়েকে যত্ন করে আগলে রেখেছে, রাতের পর রাত কেবিনে আমার সঙ্গে জেগেছে, হয়তো তোমার কারণেই আমি সুস্থভাবে পৃথিবীতে একটি জীবন সৃষ্টি করতে পেরেছি। এই মানুষটি আমায় বিশ্বের সেরা উপহার দিয়েছে। তোমায় অনেক ভালোবাসি…।’

বুধবার নেটমাধ্যম জুড়ে ঘুরছে একটা ছবি। পরনে সাদা- লাল জামা, ছোট্ট গোলাপী হাত নিজের আঙুল দিয়ে ধরে রেখেছেন নতুন মা শ্রীময়ী। নিজের ইনস্টা স্টোরিতে হাসপাতাল থেকেই ছবিটি শেয়ার করেন অভিনেত্রী।

স্ত্রীর স্টোরি নিজের ইনস্টাতে রি-শেয়ার করেন অভিনেতা-বিধায়ক। যদিও এখনও টলিপাড়ার এই নতুন স্টার কিডের মুখ সামনে আসেনি। তাও তার এক ঝলক দেখা পেয়েও দারুণ খুশি অনুগামীরা।

কাঞ্চন মল্লিকের বয়স প্রায় ৫৪ বছর। অন্যদিকে এখনও ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী। তাদের বিয়ে নিয়ে নানা আলোচনায় থাকলেও সবসময় নিন্দুকদের মুখ বন্ধ করে একে অপরের পাশে দাঁড়িয়েছেন এই জুটি।