জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় রাজধানীর বংশাল এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান জানান, আটক ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি।
তিনি বলেন, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
বৃহস্পতিবার টেলিভিশন শিল্পের অন্যতম খ্যাতিমান মুখ হুমায়রা হিমু নিজ বাসভবনে মারা গেছেন।
বৃহস্পতিবার বিকালে তাকে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি