অনলাইন ডেস্ক :
জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এদিকে শোনা যাচ্ছে, অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক। এর মাধ্যমে হিন্দি সিনেমা জগতে পা রাখতে চলেছেন এই হলিউড অভিনেত্রী। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন সামান্থা। একটি ছবিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারা। অপর এক ছবিতে তাদের কথোপকথনরত অবস্থায় দেখা গেছে। ‘শুট দ্য হিরো’, ‘হাইয়াই ফাইভ-জিরো’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন সামান্থা।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই অভিনেতার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। তিনিও একটি সিনেমা পরিবার থেকে এসেছেন।’ হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ‘ফাইটার’। এতে তার বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ইংরেজি ভাষার ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ অবলম্বনে তৈরি একটি ওয়েব সিরিজে তিনি কাজ করবেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি এটি করছেন না বলে জানা গেছে। তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে এই অভিনেতা অভিনয় করবেন। এ ছাড়া ‘কৃষ-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত