January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 7:43 pm

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে ঊর্মিলা

অনলাইন ডেস্ক :

ছোটপর্দর জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন তিনি। জানা যায়, মঙ্গলবার রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত হাসাপাতালে ভর্তি হয়েছেন। সেখানে সিসিইউতে নিবিড় পর্যক্ষণে রয়েছেন তিনি। ঊর্মিলা বলেন, ডাক্তার বলেছেন আমার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। আমি কথা বলতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারি। ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদনে অঙ্গনে পা রাখেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তা। বর্তমানে এই অভিনেত্রী অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।