March 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 6th, 2025, 1:53 pm

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না দেখে নিন

অনলাইন ডেস্ক:
সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়া নতুন কিছু নয়।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ইজরায়েলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে মেটা। এর মধ্যে বহু সাংবাদিক এবং সমাজকর্মীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও রয়েছে।
এর আগে অনেকেই অন্যায়ভাবে অন্যদের অ্যাকাউন্ট হ্যাক করেছে। আপনি একেবারে নিরীহ একজন হলেও হ্যাকার আপনাকে ট্র্যাক করতে পারে। আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না তা খুব সহজেই বুঝতে পারবেন। জেনে নিন উপায়-

>> খেয়াল করুন কোনো অজানা কন্টাক্ট আপনার চ্যাট লিস্টে আছে কি না। আগে ফোনে নম্বর সেভ করতে হয়। তারপর সেটা হোয়াটসঅ্যাপে আসে। কিন্তু ইউজার যদি আপনা আপনিই বিভিন্ন নম্বর হোয়াটসঅ্যাপে সেভ হতে দেখেন, তাহলে বুঝতে হবে অ্যাপ হ্যাক হয়েছে। নাহলে এমনটা হবে না।
>> অজানা কন্টাক্টের সঙ্গে চ্যাট যদি থাকে। ইউজার যদি নিজে কোনো মেসেজ না পাঠান, তাহলে তা বন্ধুবান্ধব বা পরিবারের কারো কাছে যাওয়া সম্ভব নয়। কন্টাক্টের সঙ্গে যদি আপনাআপনিই চ্যাট হয়, তাহলে সেটা হ্যাক হওয়ার লক্ষণ। কারণ অন্য কোনোভাবে কন্টাক্টের কাছে চ্যাট যাওয়ার সম্ভাবনা নেই।

>> যদি বারবার চেষ্টা করেও কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে না পারেন, তাহলে সম্ভবত অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে। তাহলে বুঝতে হবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। আসলে যার অ্যাকাউন্ট তিনি আর লগ ইন করতে পারছেন না।
>> বারবার যদি আপনার ফোনে ভেরিফিকেশন কোড আসে। যদি দেখেন হোয়াটসঅ্যাপ বারবার ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে, তাহলে বিষয়টা অবহেলা করা উচিত নয়। কারণ স্বাভাবিক ক্ষেত্রে এমনটা হয় না। বুঝতে হবে, অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। এটা তারই লক্ষণ। এই জন্যই বারবার ভেরিফিকেশন কোড আসছে।