কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর রেলওয়ে স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে সরারচর স্টেশন এলাকায় ‘পয়েন্ট পরিবর্তন’ করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
কিশোরগঞ্জ রেল স্টেশন সুত্রে জানা যায়, রবিবার রাত সোয়া ৭টার দিকে আখাউড়া থেকে আসা উদ্ধারকারি ট্রেন সরারচর এসে পৌঁছায়। ৮টায় উদ্ধার কাজ শুরু করে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করে, রাত ১২টার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে উদ্ধার কাজ বিলম্ব হওয়ায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখে বিজয় এক্সপ্রেস আটকে পড়ে ভৈরব জংশনে।
ফলে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অভিমুখে ‘বিজয় এক্সপ্রেস’ ও ঢাকাগামী ‘এগারসিন্দুর এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
বাতিল করা হয় কমলাপুর থেকে কিশোরগঞ্জ অভিমুখে ও কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখে এগারসিন্ধুর (গোধুলি) নামে দু’টি এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনসহ তিনটি ট্রিপ।
উল্লেখ্য, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ অভিমুখে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ (৭৮১) ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশের সময় কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখে এগারসিন্দুর (গোধুলি ৭৫০) ট্রেন সরারচর স্টেশনে পৌঁছায়।
এ সময় দ্রুত রেললাইন পয়েন্ট পরিবর্তনের করতে গিয়ে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী