অনলাইন ডেস্ক :
ঘন কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক হয় ইঞ্জিনচালিত নৌযান চলাচল।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। কুয়াশার কারণে বুধবার রাত সোয়া ১২টার পর থেকে এ রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বন্দর কর্মকর্তা মো শাহাদাত হোসেন জানান, বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য বেশকিছু সংখ্যক যানবাহনকে অপেক্ষা করতে থাকে। তবে অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট প্রাইভেটকার ও দূরপাল্লার বাসগুলো আগে পারাপারের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন