নিজস্ব প্রতিবেদক:
মডেল ও টিভি নাটকে একসময় নিয়মিত মুখ ছিলেন রুমানা খান। কাজ করেছেন সিনেমাতেও। এরপর সবকিছু ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই তারকা। সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন তিনি। তারপর অভিনয় থেকে দূরে। ভক্তরা অপেক্ষায় আছেন হয়তো দ্রুতই দেশে ফিরবেন তিনি। ফিরছেন এই নায়িকা, তবে সশরীরে নয়। ১০ বছর পর পর্দায় মুক্তি পাচ্ছে তার চলচ্চিত্র। এক দশক আগে ‘এ দেশ তোমার আমার’ সিনেমার শুটিং করেন রুমানা। অবশেষে মুক্তির মুখ দেখছে এটি। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে এটি। যেখানে তার সহশিল্পী ডিপজল। সিনেমাটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে ছবিটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি বার্তা দিতে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে।’ দেশপ্রেমভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ। জানা যায়, রোমানা বর্তমানে যুক্তরাষ্ট্রের জ্যামাইকাতে বসবাস করছেন। ২০১৫ সালে তিনি এলিন রহমানকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তানও রয়েছে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব