১১ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেল চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ১১ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সকালে ঢাকা এবং বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে রেল পরিষেবা পুনরায় চালু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের কাছে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা – রাজশাহী , উত্তরবঙ্গ ও উত্তর – পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে, ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস মির্জাপুর রেলস্টেশনে আটকে থাকে। তবে দুর্ঘটনাকবলিত ট্রেনের প্রায় সব যাত্রী বিকল্প পথে তাদের গন্তব্যস্থলে চলে গেছেন এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন