January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 3rd, 2022, 8:36 pm

১২ কেজি এলপিজির দাম ৪৮ টাকা বেড়েছে

ফাইল ছবি

খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৯১ টাকা থেকে এক হাজার ৪৩৯ টাকা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল।

নতুন দাম অনুযায়ী, অটো গ্যাসের দাম প্রতি লিটার ৬৩ দশমিক সাত টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক দুই টাকা করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৌদি সিপির (চুক্তি মূল্য) বৈশ্বিক মূল্যবৃদ্ধি এবং টাকা-ডলারের হার বৃদ্ধির জন্য দায়ী করেছেন।

এখন প্রতি ডলারের বিনিময় হার ৮৫ দশমিক ২৫ টাকা, যা আগে ছিল ৮৫ দশমিক সাত টাকা।

বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, একইভাবে আমদানিকারকদের ৭ শতাংশ ভ্যাটের বদলে এখন বেশি দামে কিনতে হবে। তাই সামগ্রিক ব্যয় আগের চেয়ে বেশি।

তিনি বলেন, সৌদি চুক্তির মূল্য বিশ্বব্যাপী প্রতি মেট্রিক টন ৯১১ দশমিক ২৫ মার্কিন ডলার থেকে ৯৫৩ মার্কিন ডলার হয়েছে।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দাম বাড়বে নাকি কমবে, তা বলা কঠিন।

শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এলপিজি শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলেছেন, সৌদি সিপি সাধারণত প্রতি মাসের শেষে ঘোষণা করা হয় পরের মাসের জন্য এটি কার্যকর করার জন্য এবং দেশে জ্বালানির চালান আসতে ৭-১০ দিন সময় লাগে। বেশিরভাগ বাংলাদেশি প্রাইভেট কোম্পানি সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্য থেকে তাদের বাল্ক এলপিজি আমদানি করে এবং স্থানীয়ভাবে বাজারজাত করে।

হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য গণশুনানির পর ১২ এপ্রিল প্রথমবারের মতো বিইআরসি খুচরা-স্তরের এলপিজি মূল্য নির্ধারণ করে।

—ইউএনবি