January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 11th, 2022, 7:17 pm

১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে

ফাইল ছবি

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় ট্রেনে ভ্রমণের সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ১৫ জানুয়ারি থেকে ট্রেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এছাড়া ট্রেনের টিকিট প্রদান ও বিক্রির ক্ষেত্রেও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

সংশোধনীগুলো হলো:

সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আন্তনগর ট্রেনে বিদ্যমান আসনসংখ্যার অর্ধেক টিকিট ইস্যুকরণ;
মোট আসনের ২৫ শতাংশ টিকিট কাউন্টারে ও বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে ইস্যু করা;
স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্ট্যান্ডিং টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে;
জরুরি ছাড়া রেলওয়ে কর্মচারীদের জন্য বিদ্যমান সব কোটা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে;
টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে;
স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে।

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সোমবার গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এদিন মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, এসব বিধিনিষেধ আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

—ইউএনবি