January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 8:33 pm

১৮ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অনলাইন ডেস্ক :

অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) পুলিশের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই পদোন্নতির তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), যশোর সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুনাদির ইসলাম চৌধুরীকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), জয়পুরহাট সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), পঞ্চগড় সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়াকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতারকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগমকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), কিশোরগঞ্জের বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলমকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), কিশোরগঞ্জের সদর সার্কেলের মো. ইব্রাহিম হোসেনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), কুমিল্লার মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের মোহাম্মদ শাহ ইমরানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) হিসেবে বদলি করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলে, নারায়ণগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহাকে কুমিল্লার মুরাদনগর সার্কেলে ও পাবনা ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরকে যশোর সদরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ২২ সহকারী পুলিশ সুপারকে বদলি: বাংলাদেশ পুলিশের পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়া ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এই বদলির তথ্য জানা গেছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার পরিদর্শক (নি.) বর্তমানে এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শাহআলমকে কক্সবাজারের অষ্টম আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এএসপি হিসেবে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আবুল হাসান মো. যায়ীদকে সিলেটের সপ্তম এপিবিএনে, পটুয়াখালীর আজাহার হোসেন, পঞ্চগড়ের মো. আমিনুল ইসলাম, কিশোরগঞ্জের মো. হাম্মাদ হোসেন, নেত্রকোনার মো. বিল্লাল হোসেনকে র্যাবে, সিরাজগঞ্জের মো. আবদুল আউয়াল সরদারকে টাঙ্গাইলের পিটিসিতে এবং ঠাকুরগাঁওয়ের আবু মো. দিলওয়ার হোসেনকে নৌপুলিশে বদলি করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের শেখ কবিরুল ইসলামকে ঢাকার টিডিএসে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. খলিলুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার (এসি) হিসেবে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা অ্যান্টি টেররিজমের মো. আফিজুল ইসলামকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) হিসেবে বদলি করা হয়েছে। এ বি এম রওশনকে ঢাকার এসবিতে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সৈয়দ আবদুর রউফকে ঢাকার টিডিএসে, মো. সেলিম রেজাকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসিতে, পুলিশ সদরদপ্তরের মো. আবদুল করিমকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে। এছাড়াও রাজশাহী সারদার মো. আবু সাঈদকে র্যাবে, কুড়িগ্রামের মুরশিদুল করিম মু. ইসতেশামকে রাজশাহীর সারদায়, ঢাকার শিল্পাঞ্চল-১ এর মো. ইফতেখার হাসানকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ ব্যুরো ইনভেসটিগেশনের (পিবিআই) মো. সহিদুল ইসলামকে চট্টগ্রামের নবম এপিবিএনে, আর এ কে এম মহিউদ্দিনকে সিএমপিতে, সিআইডির ফতেহ মো. ইফতেখারুল আলমকে সিআইডিতে এবং নৌপুলিশের মো. রেজাউল করিম ভূঁইয়াকে ডিএমপির এসি হিসেবে বদলি করা হয়েছে।