বাংলাদেশ সরকার দেশ থেকে বিদেশে যাত্রী বহন এবং পণ্য পরিবহনের জন্য বিমান ভাড়া নির্ধারণের জন্য মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা টাকা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে – যা এই বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ নির্দেশনা অনুযায়ী দেশে চলাচলকারী সব দেশি-বিদেশি এয়ারলাইন্সকে ডলারের পরিবর্তে টাকায় বিমান ভাড়া নির্ধারণ করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বাইরে থাকা বাংলাদেশি এয়ারলাইন্সগুলো ওইসব দেশের মুদ্রায় বিমান ভাড়া নির্ধারণ করছে, তাই বাংলাদেশেও বিমান ভাড়া হতে হবে টাকায়।
অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
রমজানে স্থিতিশীল থাকবে দেশের পণ্যবাজার
১১ দিনে এলো ৮৯৮৬ কোটি টাকার প্রবাসী আয়
রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক