অনলাইন ডেস্ক :
ইউনেস্কো দাবি করেছে, ২০২২ সালে সাংবাদিকসহ অন্যান্য গণমাধ্যমকর্মী হত্যার হার ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছে বলে তারা জানান। সোমবার ১৬ জানুয়ারি প্রকাশিত এক পরিসংখ্যানে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো এ তথ্য তুলে ধরে।ইউনেস্কোর পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যা পূর্বের যেকোনো বছরের তুলনায় অনেক বেশি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮ জন।প্রতিবেদনে জানান হয়েছে, বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা শীর্ষে। গত বছর সেখানে ৪৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। লাতিন আমেরিকার পরই আসে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছেন ১৬ সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছেন ১১ সাংবাদিক।অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের পরিসংখ্যানে উঠে এসেছে মেক্সিকোতে নিহত হয়েছেন ১৯ জন সাংবাদিক। তালিকায় পরেই আছে ইউক্রেন যেখানে রাশিয়ার সাথে যুদ্ধ পরিস্থিতি এখনও চলমান রয়েছে। ইউক্রেনে নিহত সাংবাদিকের সংখ্যা ১০ জন। আর হাইতিতে নিহত হয়েছেন ৯ জন সাংবাদিক।সাংবাদিকদের নিহতের মূল কারণ সংঘটিত অপরাধ, সংঘাত বা সরকার পক্ষের গোপন তথ্য নিয়ে প্রতিবেদন করা।এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবেদন তৈরির জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকই হত্যা হওয়ার সময় পেশাগত কাজে ছিলেন না। বরং তারা তাদের বাড়িতে থাকার সময়, ভ্রমণের সময় কিংবা কোনো এলাকায় থাকার সময় হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে ইউনেস্কো।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার